এতদ্বারা ঝিনাইদহ জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এর 24 জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের নং-১৭.০০.০০০০.০২৫.৪৪.০০৬.২৫-১৫২ স্মারকে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুসারে এবং ১৯ আগষ্ট ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের নং- ১৭.০০.০০০০.০২৫.৪৪.০০৬.২৫-৫১৫ এর নির্দেশনার প্রেক্ষিতে আমি মোঃ আবুল হোসেন, জেলা নির্বাচন অফিসার, ঝিনাইদহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্তকরণের লক্ষ্যে ঝিনাইদহ জেলার ০৪ টি সংসদীয় আসনের (৮১-ঝিনাইদহ-১, ৮২-ঝিনাইদহ-২, ৮৩-ঝিনাইদহ-৩ এবং ৮৪-ঝিনাইদহ-৪) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করছি। উক্ত তালিকার কোন ভোটকেন্দ্র সম্পর্কে আপত্তি বা তালিকায় উল্লেখ নাই এমন কোন ভোটকেন্দ্রের জন্য দাবী লিখিত আকারে নিম্নস্বাক্ষরকারী বরাবর নির্ধারিত তারিখের মধ্যে (২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ) অফিস চলাকালীন সময়ে দাখিল করা যাবে। নির্ধারিত সময়সীমার পরে কোন প্রকার দাবী/আপত্তি গ্রহণ করা হবে না।
ক্রম |
বিষয় |
নির্ধারিত সময়সীমা |
প্রকাশের স্থান |
১ |
খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ |
১০ সেপ্টেম্বর, ২০২৫ |
১। জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহ। ২। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ঝিনাইদহ। ৩। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (সকল), ঝিনাইদহ। ৪। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় (সকল), ঝিনাইদহ। ৫। নোটিশ বোর্ড, উপজেলা পরিষদ কার্যালয় (সকল), ঝিনাইদহ। ৬। নোটিশ বোর্ড, পৌরসভা কার্যালয় (সকল), ঝিনাইদহ। ৭। নোটিশ বোর্ড, ইউনিয়ন পরিষদ কার্যালয় (সকল), ঝিনাইদহ। |
২ |
খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবী/আপত্তি গ্রহণের শেষ তারিখ |
২৫ সেপ্টেম্বর, ২০২৫ |
|
৩ |
প্রাপ্ত দাবী/আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ |
১২ অক্টোবর, ২০২৫ |
|
৪ |
খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্তকরণ |
২০ অক্টোবর, ২০২৫ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS